নাচোলে টিসিবির পণ্য বিক্রয়ে গণজমায়েত: পুলিশের লাঠি চার্জ
জোহরুল ইসলাম জোহির : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারের ন্যায্যমূল্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয়ে ভূতড়ে অবস্থার সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে নাচোল পৌরসভা কর্তৃক পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয় শুরুর আগেই করোনা ভাইরাস পরিস্থিতিতে পণ্য নিতে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে।
করোনা ভাইরাস রোধে সেখানে কোন সামাজিক দূরুত্বের বালাই ছিলো না।গণজমায়েতের মধ্যে নাচোল পৌরসভা টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করলে সেখানে ভূতড়ে অবস্থার সৃষ্টি হয়। পরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয়ে গণজমায়েতের বিষয়টি শুনতে পেয়ে নাচোল থানা পুলিশ কে ছত্রভঙ্গ করতে নির্দেশ প্রদান করেন।
পরে নাচোল থানা পুলিশ পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয় স্থানে গিয়ে হাজার হাজার লোকের উপস্থিতি দেখতে পেয়ে জনগনকে সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু সাধারণ জনগন পুলিশের কথা কর্নপাত না করলে,পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনতে লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয়ে গণজমায়েতের বিষয়টি শুনতে পেয়ে নাচোল থানা পুলিশ কে ছত্রভঙ্গ করতে নির্দেশ প্রদান করি। পরে নাচোল থানা পুলিশের সহযোগিতায় সেখানে স্বাভাবিক পরিস্থতি ফিরে আসে।তিনি সাধারণ মানুষ কে সচেতন হওয়ার আহম্বান জানান।
এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,টিসিবি পণ্য বিক্রয়ে নাচোল পৌরসভা সুনিদৃষ্ট ভাবে আমাদের অবহিত করেনি।পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয়ে গণজমায়েতের বিষয়টি শুনতে পেয়ে নাচোল থানা পুলিশ সেখানে গিয়ে সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নাচোল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাকিল রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয়ে প্রথম দিকে দিকে খারাপ অবস্থা বিরাজ করছিলো ,পরে তা প্রশাসনের সহযোগিতায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে। কর্তৃপক্ষকে দেখভাল করে এটি বিতরণ করার জন্য আমি পৌর মেয়র কে অনুরোধ করছি।
তবে নাচোল উপজেলার সচেতন মহল মনে করছে পৌরসভা কর্তৃক আজ পাইলট উচ্চ বিদ্যালয়ে টিসিবি পণ্য বিক্রয়ে গণজমায়েতের যে সৃষ্টি হয়েছিলো তা গত ১৫ দিনের উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রচেষ্টার ফল সম্পূর্ন ভাবে পন্ড হয়েছে।
রাজশাহী বার্তা/admin