কর্মহীনদের মাঝে প্যানেল চেয়ারম্যান তাসেম আলীর খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

সময়: 2:09 pm - April 16, 2020 | | পঠিত হয়েছে: 203 বার

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী সহায়তা অব্যাহত রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী।

ব্যক্তিগত উদ্যোগে তিনি গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর, গকুল, খিন্নিতলা, আমারক, গনশাপাড়া, গুনীর মোড়, ঘুঘুডিমা গ্রামের ৪’শ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর গ্রামের চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কার্যালয়ের সামনের আমবাগানে তিনি এসব বিতরণ করেন। এসময় প্রত্যেকের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম মসুর ডাল খাদ্যসামগ্রী প্রদান করেন।

বিতরনের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাওলানা মো. জাকেরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাসির আলীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত বুধবারও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন, অসহায়, দরিদ্র পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণের আগে সহায়তা নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান জনপ্রতিনিধি তাসেম আলী। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর