লকডাউনের আওতায় চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য জেলার থেকে রয়েছে বাড়তি সুবিধায়
অঘোষিত হলেও পুরোপুরি লকডাউনের আওতায় চলে এসেছে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ। এর আগে প্রশাসনিকভাবে রাজশাহী ও গতকাল বুধবার নওগাঁ জেলা লকডাউন হওয়ার কারনে প্রশাসনের ঘোষণা ছাড়ায় লকডাউনের আওতায় পড়েছে পুরো জেলা।
কারন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের সীমানায় রয়েছে শুধুমাত্র নওগাঁ ও রাজশাহী জেলা। অন্যদিকে জেলার উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ দিকের সীমানা পাশ্ববর্তী দেশ ভারতের সাথে।
একদিকে ভারতীয় সীমান্ত ও অপরদিকে প্রশাসনের লকডাউন রাজশাহী ও নওগাঁয়। ইতোমধ্যেই নওগাঁ ও রাজশাহী জেলা প্রশাসনের লকডাউন ঘোষণার পর দেশের অন্যান্য জেলার সাথে যোগাযোগ ছিন্ন করছে। তাই স্বাভাবিকভাবেই তাই দেশের অন্যান্য জেলার তুলনায় লকডাউনের বাড়তি সুবিধা পাবে চাঁপাইনবাবগঞ্জ। অন্যান্য জেলা হতে চাঁপাইনবাবগঞ্জে আসতে বা যেতে বাধ্যতামূলকভাবে অতিক্রম করতে হবে এই দুটি জেলাকে। লকডাউনের কারনে এখন তা সম্ভব নয়। তাই একপ্রকার বিছিন্ন হয়ে পড়েছে আমের রাজধানী। তবে বরাবরের মতোই জরুরী সেবাসমূহ লকডাউনের আওতার বাইরে থাকবে।
এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাস সংক্রমণের রোগী পাওয়া গেলেও নওগাঁতে বুধবার পর্যন্ত ১৮৪ জনের নমুনা সংগ্রহে ১৪৪ জনের ফলাফলে কারো মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।
অনদিকে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের সকলেই নেগেটিভ। পাশ্ববর্তী দুই জেলার লকডাউনে একটু স্বস্তি মিললেও, ঢাকা-নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে রাখতে ও জনসাধারণকে একটু সতর্ক করা গেলেও বড় ধরনের মহামারী থেকে রক্ষা পাবে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা।
রাজশাহী বার্তা/admin