শিবগঞ্জে হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় যুবককে মারধর

সময়: 10:16 pm - May 14, 2020 | | পঠিত হয়েছে: 599 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে সম্প্রতি ঢাকা ফেরত নাহিদ হাসান নামে এক ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টিন নিশ্চিতের লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় এক যুবকের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার শিকার একই এলাকার কালিগঞ্জ মোবারকটোলার জোগলুল হকের ছেলে মিমজল আলী বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে- উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ মোবারকটোলা এলাকায় সম্প্রতি ঢাকা ফেরত নাহিদ হাসানকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন এলাকাবাসি ও গ্রাম পুলিশ। এরপর তার পরিবারের সদস্যরা প্রকাশ্যে চলাফেরা করতে থাকে। এমতাবস্থায় কারো কথা কর্নপাত না করায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত ও সচেতনতার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন মিমজল আলী নামে এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে গেল ২৯ এপ্রিল সন্ধ্যায় কালিগঞ্জ জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে

মিমজল আলী বের হওয়া মাত্রই নাহিদ হাসানসহ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর