সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে জরিমানা

সময়: 9:53 pm - June 15, 2020 | | পঠিত হয়েছে: 376 বার

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকি করছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন।

১৫ জুন সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে পৌর এলাকার গাবতলা মোড়, ডিসি মার্কেট, বড় ইন্দারাসহ আশেপাশের এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করা, মুখে মাক্স ব্যবহার না করা, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, সামাজিক দূরত্ব না মানা ও সময়ের বাইরে দোকান খুলে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এতে যমুনা শোরুমের কর্মচারীসহ এক ক্রেতাকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা, ২টি মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা, মিনিস্টার শোরুমকে ২ হাজার টাকা ও নাসির কনফেকশনারীর মালিককে ২ হাজার টাকা করে মোট ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা মেনে চলা, অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা না করা, মুখে মাস্ক পরে চলাচল করার জন্য নাগরিকদের আহ্বান জানান ম্যাজিস্ট্রেটগণ। -কপোত নবী

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর