চাঁপাইনবাবগঞ্জে ৪৫জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সময়: 7:41 pm - July 17, 2020 | | পঠিত হয়েছে: 419 বার
চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন মানুষকে সচেতন করতে এলাকায় এলাকায় জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। এ ছাড়াও মাস্ক বিতরণসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান জোরদার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপি জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, রুহুল আমিন, রবিন মিয়া, এস এম আশিস মোমতাজ ও চন্দন কর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দিন ব্যাপি অভিযান শেষে দুপুর ১টার দিকে শাহনেমতুল্লাহ কলেজে আদালত বসিয়ে ৪৫জনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
রাজশাহী বার্তা/admin